সোমনাথ মুখার্জী,অন্ডাল:- অন্ডালের টপ লাইন এলাকায় দুই দিন পর ফের ন ফুটের পাইথন উদ্ধার।শুক্রবার রাতে উদ্ধার করা হয় পাইথন টি।
বারবার এলাকায় এভাবে পাইথন বের হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
পাইথন দেখতে পেয়ে স্থানীয়রা স্নেক সেবার দেবাশিসবাবুকে খবর দেন ।
আরো পড়ুন:- বার্নপুরে ঢাকেশ্বরী বৃদ্ধাশ্রমে 26 জন আবাসিকদের আধার কার্ড তৈরীর শিবির অনুষ্ঠিত হল
দুর্গাপুর থেকে দেবাশিসবাবু এসে পাইথনটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান।