নীলেশ দাস, আসানসোল:- আসানসোলের বার্নপুরের ঢাকেশ্বরী বৃদ্ধাশ্রমে 26 জন আবাসিকদের আধার কার্ড তৈরীর জন্য শিবির অনুষ্ঠিত হলো।শুক্রবার এই শিবিরের সূচনা করলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।
জানা গিয়েছে আধার কার্ড না থাকার কারনে বৃদ্ধাশ্রমের 26 জন আবাসিক বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলো।এই বিষয়টি জানতে পেরে আসানসোল পৌরনিগমের উদ্যোগে আধার কার্ড তৈরীর শিবির করা হয়েছে।
এই শিবিরে 26 জন আবাসিকের আঁধার কার্ড তৈরী করা হয়েছে।আধার কার্ড তৈরী হওয়ায় খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকরা।