নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- জুয়ার আসরে অতর্কিতে হানা পুলিশের। পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা অঞ্চলের জোৎসাধি গ্রামে একটি বাড়িতে বসে ছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে রায়না থানার পুলিশ সেই জুয়ার আসরে হানা দেয়।
পুলিশ দেখে জুয়ার আসরে উপস্থিত লোকজন ছুটে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে থেকেই তিনজনকে ধরে পুলিশ।ধৃত তিনজনের বাড়ি জ্যোৎসাধি গ্রামে।
আরো পড়ুন:- অন্ডালের টপ লাইন এলাকায় দুই দিন পর ফের ৯ ফুটের পাইথন উদ্ধার
ধৃতরা হল সুজাউদ্দিন মল্লিক , আতোয়ার আলি মণ্ডল ও আসরফ মণ্ডল। জুয়ার আসর থেকে ২০ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে রায়না থানার পুলিশ। ধৃত তিন জনকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়।