নিজস্ব প্রতিনিধি:- মুদিখানা দোকানের (Grocery Store) ভিতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (East Bardhaman) ভাতারের (Bhatar) ভাটাকুল গ্রামের দাসপাড়ায়। মৃতের নাম তুফান দাস বয়স(২৬)।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।
ভাতারের (Bhatar) ভাটাকুল গ্রামে দাসপাড়ায় একটি মুদিখানার দোকান (Grocery Store) আছে নির্মল কুণ্ডুর।রবিবার সকালে মুদিখানা দোকানের মালিক নির্মল কুণ্ডু দোকানের দরজা খুলতেই যুবকের মৃতদেহ দেখতে পান। তড়িঘড়ি তিনি খবর দেন ভাতার থানায়।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠায়।
মৃতের বাবা হারাধন দাশের দাবি, কারও প্ররোচনায় নেশা করার জন্য বিড়ি, চানাচুর, বার করতে তার ছেলের দোকানে ঢুকেছিল। স্থানীয়দের ধারণা দোকানে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে তুফানের মৃত্যু হয়েছে।
দোকান মালিক নির্মল কুণ্ডু বলেন, প্রতিদিনের মতো শনিবার রাত ৯ টার সময় দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। সকালের খবর পান তার দোকানে চুরি হয়েছে। দোকানের খড়ের চালের ছাউনির অংশ খোলা আছে।
দোকানের সামনে মুদিখানা সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে আছে। খবর পেয়ে দোকান মালিক দোকান খুলে দেখেন দাস পাড়ার বাসিন্দা তুফান দাসের মৃতদেহ পড়ে আছে। তবে কি কারণে তুফানের মৃত্যু হয়েছে তা তিনি বুঝে উঠতে পারছেন না।
স্থানীয় সুত্রে জানাগেছে, তুফান দাস পেশায় শ্রমিকের কাজ করতেন। মন্তেশ্বরে মণ্ডল গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি । মাস দু'য়েক আগে ভাটাকুল নিজের গ্রামে এসেছেন। শনিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢোকে।
আরোপড়ুন:- ছট পুজোর জন্য ঘাট পরিদর্শন করলেন মাধাইপুরের অঞ্চল সভাপতি
তার স্ত্রী বকাবকি করায় অভিমানে বাড়ি থেকে বেরিয়ে যায় । পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় নি।রবিবার সকালে পরিবারের লোকজন জানতে পারে মুদিখানা দোকানের ভিতর থেকে তুফানের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাড়িতে বাবা-মা স্ত্রী ও দুই সন্তান রয়েছে।এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।