সোমনাথ মুখার্জি, লাউদোহা :- হাতেগোনা আর কটা দিন তারপরেই ছট মাইয়ার পূজা (Chhat Pujo)। এই পূজা আর শুধু অবাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই এই পূজায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সকল ধর্মের মানুষ। তাই এই পূজাকে ঘিরে উন্মাদনা শিল্পাঞ্চলজুড়ে (Industrial area)।
জায়গায় জায়গায় ছট পূজার জন্য ব্যবহৃত পুকুর, নদীর ঘাটগুলির তদারকিতে নেমে পড়েছে শাসকদলের নেতাকর্মীরা সাথে প্রশাসন। রবিবার সকাল থেকে পান্ডবেশ্বর (Pandaveshwar) বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের (Durgapur Faridpur Block) মাধাইপুর অঞ্চলে অজয় নদের (Ajay River)ঘাট পরিদর্শনে এলাকার অঞ্চল সভাপতি গৌতম ঘোষ।
ঘাট পরিদর্শনে এসে গৌতমবাবু জানান,তাঁকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty) ও দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি (Sujit Mukherjee) যেভাবে নির্দেশ দিয়েছেন তিনি সেই নির্দেশ মতো কাজ করে যাচ্ছেন।
তিনি জানান ,যাতে ছট পূজার (Chhat Pujo) জন্য পূজায় আসা মানুষজনের কোনওরকম সমস্যা না হয় তার জন্য সবরকম সাহায্য করবেন তাঁরা ।ইতিমধ্যেই নদীর ঘাটের যাতায়াতের জন্য রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।
আরো পড়ুন:- ড্রোন হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি
রাস্তায় ঝোপ জঙ্গল পরিষ্কার করে খানাখন্দ মাটি দিয়ে ভর্তির কাজ চলছে।গৌতমবাবু আরও জানান,যাতে সকলেই করোনা বিধি মেনে ছট মাইয়ার পূজা সফলভাবে করতে পারেন তার জন্যও তারা প্রশাসনের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবেন ।