Type Here to Get Search Results !

আসন্ন পুরসভার নির্বাচনে নিয়ে দুর্গাপুরে কাউন্সিলার ও দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি

tmc meeting in durgapur

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:- আসন্ন পুরসভার নির্বাচনে নিয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দুর্গাপুরে শনিবার কাউন্সিলার সহ দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন। এদিন সিধু কানু ইনডোর স্টেডিয়ামের জেলা কার্যালয়ে জেলা সভাপতি বিধান উপাধ্যায় দলের কর্মীদের সুবিধা ও অসুবিধা বিষয়ে খোঁজ নেন

এবং এলাকায় এলাকায় নতুন দের ভোটার তালিকায় নাম নথিভুক্তবিষয়ে খোঁজখবর নেওয়া নেন। এবং নির্বাচনের আগে কি ভাবে মানুষের সাথে যোগাযোগ কররে দলের কর্মীরা সেই বিষয়ে আলোচনা হয়।

বিধান উপাধ্যায় বলেন, দলের পুরনো কর্মীদেরও নির্বাচন কাজে নিযুক্ত হতে হবে। দলের প্রতি তাঁদের কোনও অভিমান থাকলে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলবেন তিনি।

পাশাপাশি বিজেপি'কে প্রধান বিরোধী দল হিসাবে দেখেছে শিল্প শহরে তৃণমূল কংগ্রেস।তিনি আরও জানান দলের কারুরু বিরুদ্ধে অভিযোগ থাকলে অভিযোগ প্রমানিত হলে দল তার বাবস্থা নেবে।

দল ঠিক করবে কে টিকিট পাবে আর কে পাবেনা।আমরা সরকারের উন্নয়ন মুলক কাজগুলো মানুষের কাছে তুলে ধরছি।আসা করি মানুষ তাদের উপর আর একবার ভরসা রাখবেন।

তিনি জানান গত বিধানসভা ভোটে যে ভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভতে দিয়েছেন পৌর নির্বাচনে ও মানুষ তাদের ভোটাধিকার প্রয়গ করতে পারবেন।       

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad