Type Here to Get Search Results !

ঝাড়খণ্ডের দুমকা থেকে সাইবার প্রতারণা সহ একাধিক ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিস

Durgapur police arrest 5 accused in multiple incidents including cyber fraud from Dumka, Jharkhand

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- দুর্গাপুর থানার পুলিস ঝাড়খণ্ডের দুমকা থেকে সাইবার ক্রাইম,আর্থিক প্রতারণা ও ব্ল্যাকমেল সহ একাধিক ঘটনায় অভিযুক্ত ৫ জনের একটি চক্র'কে গ্রেপ্তার করল শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাদের।ধৃতদের নাম নাজু আনসারি, আব্দুল খালেক আনসারি,গোলাম হোসেন আনসারি,হুসেন আনসারি ও নওয়াজ আনসারি।  

সূত্রের খবর, এই চক্রটি দুর্গাপুরে সিটিসেন্টারে ঘর ভাড়া নিয়ে বিভিন্ন রকম দুস্কৃতিমূলক কার্যকলাপে লিপ্ত ছিলো। প্রতারক চক্রটি রান্নার গ্যাস সিলিন্ডারের ডিলার পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিলো ।

তাদের বিরুদ্ধে পুলিসের কাছে আর্থিক প্রতারণা সহ হুমকির অভিযোগ উঠে আসে।পুলিস দুস্কৃতিদের গতিবিধির ওপর নজর রাখে। শুক্রবার রাতে দুমকা থেকে ৫ জন'কে গ্রেপ্তার করে দুর্গাপুর নিয়ে আসেন পুলিস।

আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি (দুর্গাপুর)  ধু্ব্রজ্যোতি মুখোপাধ্যায় বলেন সাইবার ক্রাইম ও  ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা আদায় করছিলো ওই চক্রটি। দুমকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। তাদের হেপাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হবে।

তিনি জানান ধৃতদের কাছ থেকে অনেক মোবাইল ও সিম কার্ড উদ্ধার হয়েছে তার সঙ্গে উদ্ধার হয়েছে কিছু ফেক আইডি কার্ড, আধার কার্ড, এটিএম কার্ড।   

এদিন পুলিস আদালতের কাছে ১৪ দিনের পুলিসি হেফাজতের আবেদন করে। ধৃতদের হেপাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে এই চক্রটিতে আর কারা কারা জরিত আছে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad