সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর :- পান্ডবেস্বর চেম্বার অব কমার্সের সভাপতি শ্যামাপ্রসাদ ভট্টাচার্য (৭৪ ) -এর মৃত্যুতে শোকের ছায়া পাণ্ডবেশ্বর এলাকায়।শনিবার ভোররাতে মৃত্যু হয় তার।তাকে শ্রদ্ধা জানাতে এদিন বাজার বন্ধ রাখা হয় পাণ্ডবেশ্বর এলাকায়।দীর্ঘদিন তিনি পান্ডবেস্বরের চেম্বার অব কমার্সের সভাপতি পদের দায়িত্বে ছিলেন।ব্যবসার পাশাপাশি তিনি যুক্ত ছিলেন বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথেও।
বেশ কয়েক বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হন
তিনি।চিকিৎসা চলছিল।শনিবার ভোর রাতে নিজের বাড়িতে শেষ নিস্বাস ত্যাগ
করেন শ্যামাপ্রসাদ বাবু।মৃত্যুর খবর ছড়িয়ে
পড়তেই এলাকায় নামে শোকের ছায়া।এদিন সকালে তার মৃতদেহ আনা হয় চেম্বার অব
কমার্সের ভবনে।সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান ব্যবসায়ী ও সাধারণ মানুষ জন।তার
মৃত্যুতে এদিন পাণ্ডবেশ্বর বাজার বন্ধ রাখা হবে বলে জানান পাণ্ডবেশ্বর বণিকসভার
সম্পাদক সুরেন্দ্র বর্মা।