নিজস্ব প্রতিনিধি:- দুর্গাপুরের এমএমসি'র টাউনশিপ বিটু এলাকায় শুক্রবার গাছ কাটার অপরাধে শ্রীধাম বিশ্বাস নামে এক ব্যাত্তি সহ বাড়ির মালিকে আটক করলো নিউটাউনশিপ থানার পুলিশ। পরে বনদপ্তর এর হাতে ধৃতদের তুলে দেয় নিউটাউনশিপ থানার পুলিশ।
ধৃত সিধাম বিশ্বাস জানান, দুর্গাপুরের ২৩ নাম্বার ওয়ার্ডের এক তৃণমূল নেতা তাকে গাছ কাটতে যেতে বলেছিল। তার কথামতো গাছ কাটতে গিয়ে এখন পুলিশের তিনি কাছে আটক।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ২৩ নং ওয়ার্ডের ওই তৃণমূল নেতা । তিনি জানান,আমি এই নামের কাউকেই পাঠায়নি। আমার নাম ব্যবহার করে অপরাধ থেকে বাঁচার চেষ্টা করছেন অপরাধী।