তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় টোটো, অটো, মোটর ভ্যান চালক দের নিয়ে সভা অনুষ্ঠিত হলো কাঁকসার গোপালপুর উত্তর পাড়া নান্দনিক ম্যারেজ হলে।
এদিন সভায় উপস্থিত ছিলেন প্রগতিশীল হকার ইউনিয়নের কাঁকসা ব্লকের সভাপতি শান্তনু আদব, পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পঞ্চায়েত সমিতির সদস্য রমেন্দ্রনাথ মন্ডল, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয় জিৎ মন্ডল সহ অন্যান্যরা।
পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের কাঁকসা ব্লকের সভাপতি বলেন তারা এলাকার সমস্ত অসংগঠিত শ্রমিকদের যেমন অটো,টোটো চালক,সবজি বিক্রেতা ,ভ্যান চালক,রাজমিস্ত্রির কাজ করা সমস্ত অসংগঠিত শ্রমিকদের একত্রিত করে আগামী দিনে আরও এগিয়ে যেতে হবে সংগঠনকে মজবুত করার জন্য।
পাশাপাশি অসংগঠিত শ্রমিকদের একত্রিত করে তাদের যাতে দ্রুত সমস্যা গুলোর সমাধান করা যায় সেই বিষয়ে তাদের সাথে আলোচনা করা হয়।