Type Here to Get Search Results !

তৃণমূলের সৌজন্য বৈঠক দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়


নীলেশ দাস আসানসোল:-তৃণমূলে যোগদানের পর এই প্রথম তৃণমূলের সৌজন্য বৈঠক করলেন বাবুল সুপ্রিয়। বুধবার বারাবনির পাঁচগাছিয়া তৃণমূলের দলীয় কার্যালয়ে।আর এই তৃণমূলের সৌজন্য বৈঠকে, দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়। বাবুল বলেন,'উনি বাঙালির একটা বিনোদনের জায়গা। ওনার মন্তব্য না শুনলে কোথাও যেন একটা কি ফাঁকা ফাঁকা রয়ে গেল।'

এদিন কলকাতা থেকে তিন ঘণ্টা সফর করে আসানসোল জুবলি মোড়ে তার কোনভয় এসে থামে। গাড়ি থেকে নেমে খোলা মেজাজে বাবুল মোটরসাইকেল চালিয়ে পাঁচগাছিয়া দলীয় কার্যালয় পৌঁছায় এদিন বাবুল দলের ছেলেদের তার নিজের প্রতি ভালোবাসা দেখে বাবুল নিজেও উৎসাহিত। 

পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দিলীপ ঘোষের বিষয়ে বলেন 'আমি কিছু বলতে চাই না। উনি বাঙালির একটা বিনোদনের জায়গা। ওনার মন্তব্য না শুনলে কোথাও যেন একটা কি ফাঁকা ফাঁকা রয়ে গেল।' 

পাশাপাশি অগ্নিমিত্রা পলের মন্তব্যের বিষয়ে বলেন, 'বিজেপি রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে সরব হচ্ছে। আর ত্রিপুরাতে তারা একই কাজ করছে। কাউকে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখছে। আবার কারোর মাথা ফাটিয়ে দিচ্ছে। তাই অগ্নিমিত্রার টুইটকে তিনি দায়িত্ব জ্ঞানহিনের পরিচয় বলে মনে করেন বাবুল সুপ্রিয়।'

আরো পড়ুন:-  কাঁকসায় পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার ইউনিয়নের পক্ষ থেকে অসংগঠিত শ্রমিকদের নিয়ে সভা অনুষ্ঠিত হল

এদিন তৃণমূলের সৌজন্য বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়,আই এন টি টি ইউ সির জেলা সভাপতি অভিজিৎ ঘটক,জামুড়িয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং,মহিলা জেলা সভানেত্রী মিনতি হাজরা সহ তৃণমূল নেতৃত্বরা। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad