Type Here to Get Search Results !

'মোদি ও মমতা এরা দুজনাই বামেদের কিভাবে কোণঠাসা করা যায় এই চিন্তা করেন ' বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

শুভময় পাত্র ,বীরভূম:- 'মোদি ও মমতা এরা দুজনাই বামেদের কিভাবে কোণঠাসা করা যায় এই চিন্তা করেন ' বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ বঙ্গ শিল্প সম্মেলনের উদ্বোধন হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বামেরা আগেই অভিযোগ করেছিল তৃণমূল-বিজেপি আঁতাত রয়েছে৷ সেই নিয়ে এদিন ফের বিমান বসু বলেন, 'বামের বিরুদ্ধে যদি মোদিজী আসেন, তখন পাশে দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বিরুদ্ধে দাঁড়ায়, পাশে আসেন মোদিজী। বামেদের কোণঠাসা করাই উদ্দেশ্য দুজনের।'

এদিন বীরভূমের বোলপুরের ধান্যসরা গ্রামে সদ্য প্রয়াত জেলা সম্পাদক মনসা হাঁসদার বাড়ি আসেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খুললেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সঙ্গে ছিলেন বামফ্রন্টের বীরভূমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম বীরভূম প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি গৌতম ঘোষ বামপন্থী সংগঠনের কর্মী-সমর্থকরা।

আরো পড়ুন:- তৃণমূলের সৌজন্য বৈঠক দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয় 

এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমানবাবু জানান বিএসএফ-এর সীমানা বাড়ার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াল বামেরা৷  তিনি বলেন, 'বিএসএফ-এর সীমানা বাড়লে জনজীবনে প্রভাব পড়বে৷ আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। ভাবিনি এত তাড়াতাড়ি উনি বিষটা বিধানসভায় পেশ করবে৷ এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে আমরা সমর্থন করি।'

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad