নীলেশ দাস, আসানসোল:-বুধবার বিজেপির উদ্যোগে আসানসোলের বার্নপুরে চা চক্রের কর্মসূচি করা হয়। সেই চা চক্রের কর্মসূচিতে এসে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
এদিন চা চক্রের কর্মসূচিতে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন 'দুর্ভাগ্যের ব্যাপার সমস্ত জেলাতে রাজনৈতিক দলের নেতারা খুন হচ্ছেন।তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুন হচ্ছে।তারা পিট বাঁচাবার জন্যে আলতু ফালতু বলছে। আইনশৃঙ্খলা বলে কিছু নেই এবং পুলিশের উপর লোকের ভরসাও নেই।'
বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আরো বলেন, 'ভোট পরবর্তী হিংসায় প্রায় ৬০ জন মারা গেছে তার জন্যে কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে। তৃণমূল সরকার আজ নিজেদের উপরে ভরসা নেই। আর মুখ্যমন্ত্রী ভিক্ষা চাইতে দিল্লি গেছে।'
'কেও গেছে ত্রিপুরায় তো কেও গেছে দিল্লিতে। খুন প্রতি হিংসা বেড়েই চলেছে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে। এই হিংসার রাজনীতিকে অন্য রাজ্যে নিয়ে যেতে চাইছে তৃণমূল বলে জানান তিনি।'
এদিন কর্মসূচিতে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, ছাড়াও আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার আহ্বায়ক শিবরাম বর্মণ, বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।