নীলেশ দাস ,আসানসোল :-বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটলো আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশালী কলোনিতে। ঘটনা সূত্রে জানা গেছে আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে তাদের বাড়ি যায় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশালী কলোনির বাসিন্দা চক্রবর্তী দম্পতি।
আর সেই সুযোগেই বাড়ির জানালা ভেঙে ও গ্রিল কেটে নগদ অর্থ ও সোনাদানা নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। নগদ অর্থ, সোনাদানা সহ খোয়া গেছে অনেক দামি দামি জিনিষ। বুধবার বাড়ির কর্ত্রী সংগীতা চক্রবর্তী বলেন, তারা বাড়িতে ছিল না। বুধবার বাড়ি ফিরে দেখছে বাড়ির জানালা দরজা ভাঙা। ভাঙা ঘরের আলমারিও।
পাশাপাশি তিনি বলেন নগদ অর্থ, সোনাদানা সহ খোয়া গেছে অনেক দামি দামি জিনিষ। যদিও গোটা ঘটনা জানিয়ে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়েক করেছে চক্রবর্তী পরিবার। পাশাপাশি গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ