Type Here to Get Search Results !

বার্নপুরে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে 'খেলা হবে' শ্লোগান

tmc supporters sorounded dilip ghosh car and slougan khela hobe

নীলেশ দাস, আসানসোল:- আসানসোলের বার্নপুরের বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভের মুখে পড়লো বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কনভয়। সূত্রের খবর তৃণমূল কর্মীরা তার গাড়ির সামনে খেলা হবে খেলা হবে শ্লোগান দিতে থাকে। 

আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিকে ত্রিপুরা ঘটনা জেরেই এই প্রতিবাদ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। আর এই প্রসঙ্গেই এদিন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল  বলেন, রাজ্যে যখন বিভিন্ন দুর্নীতি হয়েছে,  সেগুলো নিয়ে কিছু কথা নেই। কিন্তু তৃনমূলের গুণ্ডারা সে সব ভুলে গিয়ে এসব করছে।

জানা গেছে বুধবার বার্নপুর বাসস্ট্যান্ডের সামনে দিয়ে আসানসোল থেকে দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় দিলীপ ঘোষের গাড়ি ঘিরে তৃণমূলের কর্মী ও সমর্থকরা খেলা হবে শ্লোগান দিতে থাকে। পাশাপাশি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের গাড়িও যখন সেই পথ দিয়ে যাচ্ছিলো তখন তার উদ্দেশ্য 'খেলা হবে' শ্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মীরা। 

অপরদিকে বিধায়ক তাপস বন্দোপাধ্যায় বলেন, 'খেলা হবে' শ্লোগান একটা ভাল শব্দবন্ধ, এটা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নেই বিজেপির। প্রধানমন্ত্রীও একথা বলেছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad