নিজস্ব প্রতিনিধি:- কালীপুজোর পর্ব মিটতে না মিটতেই রাজনৈতিক সংঘর্ষ পূর্ব বর্ধমানের (East Bardhaman) বিজয়রাম কুড়েপাড়ায়। এলাকাটি বর্ধমান ১ নং ব্লকের মধ্যে অবস্থিত। রবিবার রাতের এই ঘটনায় তিনজন বিজেপি (BJP) সমর্থক আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
বিজেপি সমর্থকদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে থেকেই তাদের হুমকি দেওয়া হয়েছিল। ভোটের পর তাদের পাড়ায় হামলা হয়। বেশ কয়েকজন ঘরছাড়া ছিলেন সেসময়। পরে এলাকার বিধায়ক উদ্যোগ নিয়ে তাদের ফিরিয়ে আনেন।
এলাকায় বিজেপি (BJP) বর্তমানে তেমন কোন কর্মসূচিতে এরা না থাকলেও এদের উপর আক্রোশ থেকে গিয়েছিল বলেই বিজেপি সমর্থকদের দাবি। তাদের অভিযোগ ,এদিন মদ্যপ তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মীরা ওই পাড়ায় বিজেপি কর্মীদের ঘর ও দোকানে হামলা চালায়। ভাঙচুর করে। এমনকি বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের মারা হয়।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের (TMC) সমর্থকদের দাবি এলাকায় বারেবারে বিজেপিই (BJP) হামলা চালিয়েছে। তারাই এর জন্য দায়ি।
তৃণমূল কংগ্রেসের নেত্রী কাকলি গুপ্ত জানান, 'এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। এলাকায় কালিপুজো নিয়ে একটা গন্ডগোল হয়েছে। এই এলাকায় উন্নয়ন ও শান্তি বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মীরা ভাল কাজ করে চলেছেন। তাদের বদনাম করতে এসব বলা হচ্ছে।'
আরো পড়ুন:- গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক
বিজেপির জেলা সাধারণ সম্পাদক এস আর ব্যানার্জি বলেন , 'কী ঘটেছে সবাই জানেন। এলাকায় এসে জাত তুলে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয়। আজ একজন মহিলা সহ তিনজনকে মারা হয়েছে। মহিলা কর্মীর হাত ভেঙে দেওয়া হয়েছে। কবে ভোট হয়েছে। আর আজও হামলা চলছে। বিজেপি এর বিরুদ্ধে থানায় অভিযোগ করবে।প্রয়োজনে কেন্দ্রীয় সাহায্য চাওয়া হবে।'