তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- করোনার সময় বহু মানুষকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার (Oxygen Cylinder) প্রদান করার পাশাপাশি যে কোনো সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন পানাগড়ের (Panagarh) বাসিন্দা হরজিৎ সিং(নিক্কি) (Harjit Singh)।
রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol Durgapur Police Commissionerate)পক্ষ থেকে তাকে করোনা যোদ্ধা হিসেবে সম্মানিত করা হয়।
হরজিত সিং (Harjit Singh) জানিয়েছেন তিনি করোনা কালে বহু মানুষের সেবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গেছেন। বহু মানুষকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে এসেছেন তার বাড়িতে।
বর্তমানে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে তাই তিনি জানিয়েছেন যদি আবারও করোনা বাড়ে তবে এর থেকেও বড় কিছু করতে হবে।
আরো পড়ুন:- কালীপুজোর পর্ব মিটতে না মিটতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের বিজয়রাম
তবে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে সর্বদা মাস্ক (Mask) ও হ্যান্ডস্যানিটাইজার (Hand Sanitizer) ব্যবহার করতে হবে তবেই করোনা সংক্রমণকে রোখা যাবে।