এবছর করোনা আবহে কাঁকসা ব্লকে যে সমস্ত জায়গায় দুর্গা পুজোর আয়োজন করা হয়েছিল তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী ক্লাব গুলিকে পুরস্কৃত করা হয়।
পাশাপাশি এবছর যে সমস্ত মহিলা পরিচালিত পুজো গুলি রয়েছে তাদের মধ্যে যুগ্ম ভাবে প্রথম হয় আন্তরিক মহিলা দুর্গাপূজা কমিটি এবং ডাকবাংলো মনোজ পল্লী দুর্গা মন্দিরের দুর্গাপূজা কমিটি।
দ্বিতীয় কাঁকসা হাটতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি তৃতীয় স্থান অধিকার করে পানাগড় গ্রাম বারুইপাড়া মহিলাদের পরিচালিত সার্বজনীন দুর্গাপূজা কমিটি।
রবিবার কাঁকসা থানার পক্ষ থেকে সকল পুজো কমিটি গুলিকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার পাওয়ার পর পুজো কমিটি গুলির সদস্যরা জানিয়েছেন তারা গত বছর থেকে করোনা আবহে প্রশাসনের যে সমস্ত নিয়ম রয়েছে সেগুলি মেনে তারা পুজোর আয়োজন করেছেন এবং আগামী দিনেও প্রশাসনের যে সমস্ত নিয়ম থাকবে সেগুলো মেনে তারা পুজোর আয়োজন করবেন।
তারা চেষ্টা করবেন যাতে আগামী দিনে আরো ভালো ভাবে তারা পুজোর আয়োজন করতে পারে। পুরস্কার পাওয়ার পরে তাদের আরো মনোবল বেড়েছে বলে জানান তারা।