শুভময় পাত্র,বীরভূম:- প্রয়াত বীরভূম (Birbhum) জেলার সিপিআইএম (CPIM) এর বর্ষিয়ান নেতা মনসা হাঁসদা (Manasa Hansda)। প্রাক্তন জেলা সভাধিপতি তথা সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য মনসা হাঁসদা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বেশ কিছুদিন আগে তার একটি অস্ত্রোপচার করা হয়।
দিনের-পর-দিন অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাত্রি ১২টা ৫-এ বীরভূমের দুর্গাপুরে তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোগে আক্রান্ত হওয়ার কারণেই মাত্র ৬৩ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিপিআইএমের এককালীন দাপুটে এই নেতা।
সামান্য ক্ষেতমজুর ও আদিবাসী পরিবার থেকে উঠে আসা এই রাজনৈতিক ব্যক্তিত্ব একটা সময় বীরভূমের (Birbhum) জেলা সভাধিপতি থেকে শুরু করে সিপিএমের (CPIM) শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রদানকারীর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে জেলা রাজনৈতিক মহলে।
আরো পড়ুন:- কাঁকসা ব্লকের শ্রেষ্ঠ পুজো কমিটি গুলিকে পুরস্কৃত করল কাঁকসা থানার পুলিশ
আজ জেলার সর্বত্র সিপিআইএম এর সমস্ত পার্টি অফিসে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। বাতিল করা হয়েছে দলের সমস্ত রকম কর্মসূচি।