সোমনাথ মুখার্জী, পান্ডবেস্বর:- পাণ্ডবেশ্বর (Pandaveswar) কলেজপাড়া, পাণ্ডবেশ্বর ডালুরবাধ 4 নম্বরের পর এবার চুরির ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর গোঁসাই পাড়া এলাকায় । পরপর চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে খনি অঞ্চল পাণ্ডবেশ্বর জুড়ে।
ঘটনা সুত্রে জানা যায় পাণ্ডবেশ্বর (Pandaveswar) গোঁসাই পাড়ার বাসিন্দা সুনীল মোদি ছট পূজা (Chhat Pujo) উপলক্ষে স্বপরিবারে নিজের গ্রাম গিয়েছিলেন শনিবার দিন । রবিবার সকালে পাশের এক প্রতিবেশী তাকে ফোন করে জানান যে আপনার বাড়িতে চুরি হয়েছে ।
এই খবর শুনে রবিবার রাত্রি নাগাদ পৌঁছায় তার বাড়িতে । পৌঁছে দেখে ছাদের ওপরে এসবেসটার ভাঙ্গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত ঘর আলমারির তালাও খোলা । এরপর তিনি দেখেন বাড়িতে থাকা নগদ কয়েক হাজার টাকা সহ সোনার ও রুপার গহনা ও দামি শাড়ি চুরি গেছে ঘর থেকে।
আরো পড়ুন:- প্রয়াত বীরভূম জেলার সিপিআইএম এর বর্ষিয়ান নেতা মনসা হাঁসদা
সোমবার সকালে সুনীল মোদি পাণ্ডবেশ্বর থানায় খবর দিলে। ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এই চুরির ঘটনা সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।