সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর :- আগামী বুধবার ছট পুজো (Chhat Pujo)। পুজোর প্রস্তুতি চলছে সর্বত্র। মূলত হিন্দিভাষী দের উৎসব হলেও এই উৎসবে শামিল হন সব ভাষা-ভাষীর মানুষ জন । খনি এলাকায় প্রচুর সংখ্যক হিন্দিভাষী মানুষের বসবাস । তাই এই অঞ্চলের ছট পুজো ঘিরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় প্রতিবছর ।
সোমবার বাকোলা ইন্দাচক এলাকায় প্রায় ২৮০০ মহিলার হাতে নতুন শাড়ী সহ পূজোর সামগ্রী বিতরণ করা হয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) উদ্যোগে। বিধানসভার অধিবেশন থাকায় নরেন্দ্রনাথ বাবু এদিন কর্মসূচিতে উপস্থিত হতে পারেননি।
আরো পড়ুন:- ফের পাণ্ডবেশ্বরে তালা বন্ধ বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক
তাই শাড়ি পূজোর সামগ্রী সহ ডালা এলাকার মহিলাদের হাতে তুলে দেন নরেন্দ্রনাথ বাবুর স্ত্রী তথা পশ্চিম বর্ধমান জেলা (Paschim Bardhaman) পরিষদের কর্মদক্ষ অনুভা চক্রবর্তী। পাণ্ডবেশ্বর (Pandabeswar) বিধানসভার সর্বত্র এই ধরনের কর্মসূচি করা হবে বলে পান্ডবেস্বর ব্লকের জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ কিরিটি মুখার্জী।