নিজস্ব প্রতিনিধি:- গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমানের (East Bardhaman) মাধবডিহি থানার পুলিস। ধৃতের নাম ঝন্টু মুদি। হুগলির আরামবাগ থানার বিশমাইল এলাকায় ধৃতের বাড়ি। শনিবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে।
রবিবার ধৃতকে বর্ধমান আদালতে (Burdwan Court) পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের চারদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
হুগলির (Hoogly) হরিপাল থানার মশাই মোড় এলাকায় বছর ২৫–এর ওই গৃহবধূর বাড়ি। তাঁর প্রথম পক্ষের দু’টি ছেলে আছে। শুক্রবার তিনি দ্বিতীয় পক্ষের স্বামী ও পরিবারের লোকজনের সঙ্গে মাধবডিহি থানার কুলডাঙায় দিদির বাড়িতে কালীপুজোয় আসেন। পুজোর পর অনেক রাত পর্যন্ত নাচ–গানের অনুষ্ঠান হয়। তা দেখে গভীর রাতে তিনি বাড়ি ফিরে আসেন।
এসডিপিও দক্ষিণ আমিরুল ইসলাম খান বলেন, রাত দেড়টা নাগাদ তাঁর স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। দীর্ঘক্ষণ না ফেরায় তিনি স্বামীকে খুঁজতে বের হন। রাস্তায় তাঁকে একা পেয়ে ঝন্টু তাঁকে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য গৃহবধূকে হুমকি দেয় সে।
ঘণ্টাখানেক পর গৃহবধূকে সে ছেড়ে দেয়। বাড়ি ফিরে দিদিকে ঘটনার কথা জানান তিনি। গৃহবধূ নিজেই তাঁর উপর হওয়া অত্যাচারের কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করেছে থানা।
আরো পড়ুন:- আগামী উপনির্বাচন নিয়ে তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল আসানসোলের তৃণমূল ভবনে
গৃহবধূ এবং ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম।