নিজস্ব প্রতিনিধি:-পূর্ব বর্ধমানের ভাতার থানার কালী পুজোর থিমে তুলে ধরা হয়েছে বিভিন্ন সচেতনতামূলক প্রচার। ভাতার থানার মূল প্রবেশ দ্বারের পাশে রয়েছে কৃষ্ণ কালী মন্দির। ভাতার থানার আরজি কমিটির উদ্যোগে কালী পূজার আয়োজন করা হয়।
গত কয়েক বছর ধরে ভাতার থানায় মা কালীর পুজো বন্ধ হয়ে যায়। ২০০৯ সালে তৎকালীন ভাতার থানার ওসি মাধব কুমার মণ্ডলের নির্দেশে মা কালীর বিসর্জন দিয়ে শুধুমাত্র রাধাকৃষ্ণের নিত্যসেবা হতো। পরবর্তী সময়ে থানার ওসি সঞ্জয় কুণ্ডর উদ্যোগে পুনরায় কালীপুজো শুরু হয়।
থানা প্রাঙ্গণে মন্দির সংস্কার করে সেই সময় থেকেই একই মন্দিরে রাধাকৃষ্ণ ও মা কালীর পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। তখন থেকেই ভাতার থানার মন্দিরের নামকরণ হয় কৃষ্ণ কালী মন্দির। পুজো শেষে মায়ের প্রতিমা বিসর্জন হয় না । শুধুমাত্র ঘট বিসর্জন হয়।
মহালয়ার পরের দিনে মায়ের বিসর্জন হয় । দুর্গাপুজোর পর মায়ের নতুন মূর্তি নির্মাণ করে পুজো শুরু হয় ।এই রীতিনীতি আজও অব্যাহত । কালী পুজোর পরের দিন এলাকার মানুষদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়।
আরো পড়ুন:- অন্ডালের উখড়া গ্রামের বিখ্যাত দক্ষিণা কালী ও আবালে কালী
ভাতার থানার ভারপ্রাপ্ত ওসি সৈকত মন্ডল জানিয়েছেন, এবছর কালীপুজো উপলক্ষে মন্দিরের সামনে বিভিন্ন সচেতনতার সিম তুলে ধরা হয়েছে। যেমন সেফ ড্রাইভ সেভ লাইফ, একটি গাছ একটি প্রাণ, যথাযথ স্থানে নোংরা আবর্জনা ফেলা, জল অপচয় বন্ধ এ ধরনের নানান থিমের মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা তুলে ধরা হয়েছে।