নিজস্ব প্রতিনিধি :- বিরল প্রজাতির পরিযায়ী পাখি উদ্ধার হল পূর্ব বর্ধমানের ভাতারে।ভাতারের হারগ্রাম থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির এই পরিযায়ী পাখিটি।
মঙ্গলবার ভাতারের হারগ্রামের বাসিন্দা রবি মাঝি নামে এক ব্যক্তি ওই পাখিটিকে দেখতে পান। পাখিটি অসুস্থ থাকায় স্থানীয় পক্ষীপ্রেমী হুম কুমার রানাকে খবর দেওয়া হলে তিনি বর্ধমান অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটিকে খবর দেন । সংস্থার সদস্যরা আহত ওই পরিযায়ী পাখিটিকে থেকে উদ্ধার করে নিয়ে যান।
সংস্থার সদস্য অর্ণব দাস জানান, পাখিটির পায়ে চোট রয়েছে। বর্তমানে পাখিটিকে চিকিৎসার মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তীকালে বনবিভাগের সঙ্গে আলোচনা করে পাখিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরো পড়ুন :- পূর্ব বর্ধমানের ভাতার থানার কালী পুজোর থিমে তুলে ধরা হয়েছে বিভিন্ন সচেতনতামূলক প্রচার
এটি একটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি। ভারতের রাজস্থানে এদের সচরাচর দেখতে পাওয়া গেলেও শীতের শুরুতে এই রাজ্যে দেখতে পাওয়াটা আশ্চর্যজনক। ইন্ডিয়ান ডটার বা স্নেক বার্ড নামে এই পরিযায়ী পাখি মূলত রাজস্থানেই দেখা যায়।