সংবাদদাতা, অন্ডাল :- বিশালাকৃতি ছাগ বলির জন্য বিখ্যাত দক্ষিণা ও আবালে কালী । কালীপূজায় (Kali Pujo) দেওয়া হয় বিশাল আকৃতির ছাগ বলি । এইজন্যই বিখ্যাত অন্ডালের(Andal) উখড়া গ্রামের ব্যানার্জি পাড়ার দক্ষিণা ও আবালে কালী । ব্যানার্জি পাড়ায় রয়েছে পাশাপাশি দুটি মন্দির এর একটি দক্ষিণা কালীর অন্যটি আবালে কালীর ।
প্রায় 300 বছর আগে আবালে কালীর পুজোর সূচনা হয় । সূচনা করেন পরিবারের পূর্বপুরুষ মহাভারত মুখার্জি মহাশয় । পরিবারটির আদি বাড়ি ছিল দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বালিজুরি গ্রামে । পরবর্তীকালে তারা উখড়া গ্রামের বাসিন্দা হন ।
আসার সময় কালীর কবজ সাথে নিয়ে এসে উখড়া গ্রামের ব্যানার্জি পাড়ায় কালী মন্দির প্রতিষ্ঠা করেন তিনি । কালী প্রতিমার সাথে থাকে পাতাল প্রবেশ আবেলেশ্বর শিবের মূর্তি । সেই কারণেই এই কালী আবালে কালী নামে পরিচিত ।
পাশেই রয়েছে দক্ষিণা কালী-র মন্দির । দুর্গাপুরের ভরতপুর থেকে সপরিবারে উখড়া গ্রামে আসার সময় কুলদেবতা দক্ষিণেশ্বর কালী কে সাথে নিয়ে এসে এখানে পূজার সূচনা করেন পরিবারের পূর্বপুরুষ দিনবন্ধু মুখোপাধ্যায় ও বেনীমাধব মুখোপাধ্যায় ।
তারা সম্পর্কে সহোদর ভাই ছিলেন । কালী প্রতিমার ডান পা-টি আগের দিকে থাকে তাই এই কালী দক্ষিণা কালী নামে পরিচিত । প্রায় আড়াইশো বছর আগে দক্ষিণা কালীর পুজো-র সূচনা হয় বলে জানান মুখার্জি পরিবারের প্রবীণ সদস্য সুনীল মুখার্জী ।
আবালে ও দক্ষিণা কালী দুটি পুজোতেই বিশাল আকৃতির ছাগ বলি হয় প্রতিবছর । দুটি পুজোতেই পরিবারের সদস্যরা ছাড়াও অংশ নেই গ্রামের মানুষজন ।