শুভময় পাত্র,বীরভূম:- এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য বোলপুর লালপুল এলাকায়। বোলপুর ও প্রান্তিক রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় রেল লাইনের ধারে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
বোলপুর রেলওয়ে সুরক্ষা বলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খতিয়ে দেখছেন। বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ কে ঘিরে শুরু হয়েছে অনেক জল্পনা। এটা আত্মহত্যা নাকি ট্রেনের ধাক্কা না ট্রেন থেকে পড়ে যাওয়া সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।