World's Fastest Plane: অবিশ্বাস্য হলেও সত্যি ব্রিটেনের প্রতিষ্ঠান রোলস-রয়েস তৈরি নতুন এই বৈদ্যুতিক বিমানের গতি ঘণ্টায় ৬২৩ কিলোমিটার। অবিশ্বাস্য হলেও এটাই
বাস্তবে রূপ নিয়েছে।রোলস-রয়েসের তৈরি এই বৈদ্যুতিক উড়োজাহাজ এর নাম দেওয়া হয়েছে ‘স্পিরিট অব ইনোভেশন’(Spirit of Innovation)।
রোলস-রয়েসের(Rolls-Royce) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বের দ্রুতগতির উড়োজাহাজটি (World's Fastest Plane) স্পিরিট অব ইনোভেশন(Spirit of Innovation)। এর আগে সব চেয়ে গতিশীল উড়ান
এসেছিল ২০১৭ সালে। এবারের আবিষ্কার গতবারের চেয়ে ঘণ্টায় ২১৩ কিলোমিটার বেশি। শুধু গতির ক্ষেত্রে যে নতুন রেকর্ড হয়েছে, এমনটি নয়। সবচেয়ে উঁচুতে উড়ানের ক্ষেত্রেও রেকর্ড হয়েছে। তিন হাজার মিটার
উচ্চতায় যাওয়ার ক্ষেত্রে যে রেকর্ড ছিল, তা–ও ভেঙেছে এ উড়োজাহাজ।
এ উড়োজাহাজের পরীক্ষা যে পাইলট চালিয়েছেন, তিনি হলেন ফিল ও’ডেল। তাঁর দাবি, এটা তার জীবনেরও এক স্মরণীয়
মুহূর্ত। তাঁর পাইলট-জীবনে এটি একটি অবিস্মরণীয় অধ্যায়।
নতুন এই
সাফল্য প্রসঙ্গে সংশ্লিষ্ট মহলের সূত্রে জানা
গিয়েছে, উড়োজাহাজের কার্বন নিঃসরণ কমিয়ে আনার
ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা অর্জনের ক্ষেত্রে এই ইঞ্জিন সাহায্য করবে। যা প্রকারান্তরে পরিবেশবান্ধব ও বটে।