নীলেশ দাস, আসানসোল:- আসানসোল স্টেশনে (Asansol Station) মাস্ক অভিযান করতে গিয়ে এক যাত্রীর সঙ্গে টিটিইর ধস্তাধস্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।সোমবার স্টেশনের ভেতরে এই ঘটনা ঘটেছে।জানা গিয়েছে এদিন আসানসোল স্টেশনে মাস্ক অভিযান শুরু করেন পূর্ব রেলের আসানসোল ডিভিশন।
এদিন রেলের টিটিই-রা মাস্ক অভিযান করার সময় দেখতে পায় একজন যাত্রী বিনা মাস্কে স্টেশনে ঘুরছিলো।সেই মাস্ক বিহীন যাত্রীকে ধরতে গিয়ে টিটিই-র সঙ্গে ওই যাত্রী রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়।বেশকিছুক্ষণ ধরে এই ধস্তাধস্তি চলে।
আরো পড়ুন:- অবশেষ খোঁজ পাওয়া গেলো বর্ধমান পৌরসভার খোওয়া যাওয়া চারটি রোড রোলারের
এরপর ওই যাত্রীর টিটিই-র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।এই ঘটনায় স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরে আরও অনান্য টিটিই-রা পৌচ্ছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।শেষে রেলের তরফে ওই যাত্রীকে মাস্ক না পরার জন্য 200 টাকা জরিমানা করা হয়েছে।