নিজস্ব প্রতিনিধি,বর্ধমান:- বর্ধমান পৌরসভার (Burdwan Municipality) খোওয়া যাওয়া চারটি রোড রোলারের (Road Roller) খোঁজ পেলো বর্ধমান পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন নগর (Kanchan Nagar) এলাকার একটি ফাঁকা মাঠে।তবে কে বা কারা এই চারটি রোড রোলার এই জায়গায় রেখে গেছে সে বিষয়ে তদন্ত কমিটি গঠনের জন্য নবান্নে (Nabanna) জানানো হয়েছে বলে জানান পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়।প্রয়োজনে পুলিশের দ্বারস্ত হবে পৌর কতৃপক্ষ।
চলতি বছরের অগাস্ট মাস থেকে নতুন পুরোবোর্ড দায়িত্ব নেওয়ার পরেই বিভিন্ন রাস্তা মেরামতের কাজ শুরু করেছে বর্ধমান পুরসভা (Burdwan Municipality)। কাজে নেমে, পুরসভার নিজস্ব রোড রোলার ও মিকচার মেশিন গুলোর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন পৌর প্রশাসক।
আরো পড়ুন:- সরকারি স্কুলগুলি খোলার ঘোষণা হতেই তোড়জোড় শিক্ষকদের মধ্যে
দীর্ঘদিন পুর বোর্ড না থাকায় রোড রোলার ও রোড মিকচার মেশিন গুলো কোথায় রয়েছে সেই বিষয়ে সঠিকভাবে খোঁজ পাচ্ছিলো না পৌর কতৃপক্ষ। রোড রোলার ও মিকচার মেশিনের খোঁজে পুরসভা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলে খবর।