তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পানাগর বাজারে পোস্ট অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার পোস্ট অফিসের কর্মীরা পোস্ট অফিস খুলতে এসে দেখেন শাটারের তালা ভাঙ্গা এবং পোস্ট অফিসের ভেতরে সমস্ত জিনিস লন্ডভন্ড হয়ে পড়ে আছে।
এরপর এই খবর দেওয়া হয় কাঁকসা থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরির ঘটনায় পোস্ট অফিসের কোনো কর্মী এই বিষয়ে মুখ খুলতে চাননি। পোস্ট অফিসে চুরির ঘটনায় সকাল সাড়ে নটার সময় পোস্ট অফিস খোলার কথা থাকলেও পোস্ট অফিস না খোলায় সমস্যায় পড়েন গ্রাহকরা।
আরো পড়ুন:- সপ্তম বার বিশ্ব ফুটবলে সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি
সকাল থেকেই গ্রাহকরা সেখানে ভিড় জমানোর পরে তারা জানতে পারেন চুরির ঘটনার জন্য পোস্ট অফিস খোলা হয়নি।পানাগর বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় দিনের-পর-দিন চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন পানাগরের বাসিন্দারা।যদিও এখনো জানতে পারা যায়নি কি কি জিনিস খোয়া গেছে, তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।