নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- চুরির অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ।ধৃত দুই মহিলার পুনাম বেজ ও পায়েল বেজ। একজন আসানসোল স্টেশন এলাকায়, অন্যজন্য থাকে শক্তিগড় এলাকায়। মঙ্গলবার ভোরে বর্ধমান স্টেশন চত্বর থেকে ধরা হয়।
পুলিশ সুত্রে জানাগেছে দুই মহিলা বাসে ও স্টেশন চত্বরে পথচলতি মানুষদের ব্যাগ কেটে সোনা গয়না বের করে নিতে পটু।চুরি করা সোনা গয়না বিক্রির উদ্দেশ্যে বর্ধমান এসেছিল।
আরো পড়ুন :- পানাগর বাজারে পোস্ট অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়
গোপন সূত্রে খবর পেয়ে দুই মহিলাকে গ্রেফতার করার পর একজোড়া সোনার বালা, একজোড়া সোনার পলা বাঁধানো তাদের কাছ থেকে পাওয়া যায়।ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হয়।