সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর :- ফের চুরির ঘটনায় আতঙ্ক ছড়ানো এলাকায় । বুধবার ভোররাতে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর থানার ডালুরবাধ 4 নম্বর এলাকায় একটি খনি আবাসনে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ইসিএলের ডালুরবাধ 4 নম্বর এলাকায় একটি খনি আবাসনে চুরির ঘটনা ঘটে । দুটি মোবাইল সহ চুরি যায় কয়েক হাজার টাকা ।
আবাসিক মানসী নিয়োগী জানান এদিন ভোর চারটে নাগাদ ঘুম ভাঙলে লক্ষ্য করেন আবাসনের দরজা খোলা । ঘরের জিনিসপত্র ছড়ানো । বুঝতে পারি চুরি হয়েছে আবাসনে ।
আরোপড়ুন:- প্রায় ৭০০ বছরের পুরনো বুদবুদের মানকরের বড় মা কালী
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানায় । এদিকে এলাকায় বারবার চুরির ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক ।