নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান:- বর্ধমান শহরে ফের চুরি।সরকারি আবাসনের পর এবার বাইক চুরি হল। বাইক চুরির সেই দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে। বর্ধমান থানায় অভিযোগের পরিপেক্ষিতে যথারীতি পুলিশ তদন্ত শুরু করেছে।শনিবার বর্ধমান শহরের তিনকোনিয়া এলাকা থেকে বাইকটি চুরি হয় একেবারে ভরা বাজারে।
জেলার আউসগ্রামের বাসিন্দা সাহানওয়াজ সেখ ব্যবসার যন্ত্রাংশ কেনার জন্য বাইক নিয়ে যান বর্ধমানের তিনকোনিয়া এলাকায়।তিনি জিটি রোডের ধারে বাইক রেখে ব্যবসার কাজে যন্ত্রাংশ কেনার জন্য দোকানে যান।কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার বাইকটি নেই।
পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় এক যুবক ফোন করতে করতে তার বাইকটির চারপাশে ঘোরাঘুরি করতে থাকে।তারপর সুযোগ বুঝে মাস্টার কি দিয়ে বাইকের চাবি খুলে বাইকেই রাখা হেলমেট পরে চম্পট দিচ্ছে।
আরো পড়ুন:- বর্ধমানের তেঁতুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গুটখা উদ্ধার করল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
বর্ধমান থানায় সাহানওয়াজ সেখ অভিযোগ করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।গত পাঁচ মাসে গোটা শহরজুড়ে একের পর এক চুরির ঘটনা ঘটছে।কখনো বাড়িতে তো কখনো আবাসনে।ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।