নিজস্ব প্রতিনিধি:- গত ৭ নভেম্বর থেকে রাজ্যজুড়ে নিষিদ্ধ হয়েছে গুটখা, পানমশলা সহ তামাকজাত দ্রব্যের বিক্রি। তারপরেও রাজ্য সরকারের নিয়ম অমান্য করে শহর বর্ধমানের বিভিন্ন প্রান্তে অনায়াসে চলছিল গুটখা, পানমশলার বিক্রি।
শনিবার বর্ধমানে অভিযান চালিয়ে বেশ কিছু গুটখা উদ্ধার করল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এদিন বর্ধমানের তেঁতুলতলা বাজারে কয়েকটি দোকানে অভিযান চালানো হয়।
এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিক সমরেশ দে জানান,এগুলি খুবই ক্ষতিকারক। কিন্তু অনেকেই এগুলি খায়। সেই ক্ষতিকারক দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ।
আরো পড়ুন:- আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ
তিনি জানান, এগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। তাই এগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে।তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বর্ধমানের তেঁতুলতলা বাজারে কয়েকটি দোকানে অভিযান চালানো হয় সেখান থেকেই এ গুলি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।পাশাপাশি সমস্ত দোকানদারদের সতর্ক করা হয়েছে।