নিজস্ব প্রতিনিধি:- আবার আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম,নাসিরুদ্দিন আনসারি(৩২) ও ইকবাল আনসারি( ৩৩)। দুজনেরই বাড়ি বীরভূমের সিউড়িতে। পুলিশ জানিয়েছে , তাদের কাছে গোপনসূত্রে খবর আসে দুজন ব্যক্তি অস্ত্রসহ বাইকে চেপে তারা সিউড়ির দিক থেকে নবাবহাটের দিকে আসছে।
আরো পড়ুন:- জামুড়িয়ায় বেসরকারি কারখানায় আগুন ,ক্ষতি কয়েক লক্ষ টাকার সামগ্রী
সেইমতো পুলিশ ফাঁদ পাতে। এর মধ্যে দুই বাইক আরোহী ব্যাপারটা টের পেয়ে যায়। অস্ত্রসহ একজন বাইক থেকে নেমে পড়ে। পুলিশ দ্বিতীয় ব্যক্তিকে পাকড়াও করে। এরপর কৌশল করে তাকে দিয়েই পুলিশ চলে গেছে বলে জানান হয়। সে এলে তাকেও গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে একটি সাত এম এম পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।