সোমনাথ মুখার্জী, জামুড়িয়া:- জামুরিয়া শ্যাম সেল কারখানায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়ালো শনিবার সন্ধ্যায়।ঘটনার খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ও ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার ব্রিগেডের কর্মীরা কারখানায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।ফ্যাক্টরি সূত্রে জানা গেছে, আজ বিকেলে জামুড়িয়ায় অবস্থিত শ্যাম সেল কারখানায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কর্মচারীরা দেখেন আগুন বেরিয়ে আসছে।আগুনে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামুরিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিস।সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে সার্ভিসের দুটি ইঞ্জিনকে।এ প্রসঙ্গে কারখানার কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা জানান, আগুনে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।