নিজস্ব প্রতিনিধি :- কোভিড সংক্রমণের জেরে বর্ধমানেও সব ধরণের সাংস্কৃতিক কর্মকান্ডই প্রায় বন্ধ ছিল। ধীর ধীরে পচাত্তর শতাংশ দর্শক নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি শুরু হয়েছে। দীর্ঘদিন পর গোটা জেলার একমাত্র সক্রিয় আধুনিক পুতুলনাচের দল দি পাপেটিয়ার্স তাদের নতুন নাচের পালার প্রিমিয়ার করলো।
গতকাল বৃষ্টিবিঘ্নিত সন্ধ্যাতেও শহরের সাংস্কৃতিক জগতের মানুষেরা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হন। অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বর্ধমান টাউনহলে।ছোটদের জন্য ছিল ছবি আঁকার আয়োজন।
এরপর নতুন শো, ' নীলবর্ণ শেয়াল' এর প্রিমিয়ার শো দেখানো হয়। পুরনো কথামালার গল্পকে আধুনিক ফর্মে সাজিয়েছেন সৌম্য দে। এর নাট্যাংশ পরিচালনা করেছেন অমিতাভ চন্দ্র। সমগ্র পুতুলনাটক টি পরিচালনা করেছেন পার্থপ্রতিম পাল। সঙ্গীত আয়োজনে অনুপম রায় ও পলাশ দাস। পার্থবাবু জানান, ঐতিহ্যবাহী পুতুল শিল্প নিয়ে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে।