Type Here to Get Search Results !

আজ আবার হাতির দলকে বাঁকুড়া অভিমুখে ফেরাবার কাজ শুরু হয়েছে বিকেল থেকে


নিজস্ব প্রতিনিধি:- হাতির পাল তাড়াতে ফের বিপত্তি।আজ আবার দুটির জায়গায় তিনটি ছোট ছোট উপদলে বিভক্ত হয়ে গেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে ঢুকে পড়া উনচল্লিশটি হাতির পাল। আজ আবার তাদের বাঁকুড়া অভিমুখে ফেরাবার কাজ শুরু হয়েছে বিকেল থেকে। আবহাওয়ার কারণে এইকাজ বারেবারে বাধাপ্রাপ্ত হচ্ছে।সমস্যা হচ্ছে শিশু হাতিরা ক্রমাগত চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ায়।অভিযানে ১১০ জনের হুলা পার্টি রয়েছে। রয়েছেন জেলা বনাধিকারিক নিশা গোস্বামী। আর রয়েছেন বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও। 

জানা গেছে ,ছড়িয়ে যাওয়া এই হাতির পালকে এক জায়গায় আনার কাজ করতে হবে। এরা এখন ডোমবাঁধি, প্রতাপপুর ও ভাল্কির জঙ্গলের নানা দিকে আছে। এদের একত্রিত করে আউশগ্রামের জামতাড়া, গলসীর রামগোপালপুর হয়ে দামোদর নদ পাড় করে বাঁকুড়ার পাত্রসায়েরের জঙ্গল অভিমুখে ফেরত পাঠানোই বনকর্মীদের পরিকল্পনা।



আরো পড়ুন:- দি পাপেটিয়ার্স তাদের নতুন পুতুলনাচের শো 'নীলবর্ণ শেয়াল' এর প্রিমিয়ার করল বর্ধমান টাউনহলে

এদিকে হাতি তাড়ানো অভিযানে সমন্বয়ের লক্ষ্যে আজ আউশগ্রামে এক প্রশাসনিক সভা হয়। এখানে বিধায়ক অভেদানন্দ থান্ডার, বনাধিকারিক নিশা গোস্বামী,বি ডি ও গোপাল ব্যানার্জি  সহ বনদপ্তর ও প্রশাসনের আধিকারিকরা ছিলেন। বৈঠক শেষে বিধায়ক অভেদানন্দ থান্ডার জানান, বনকর্মীরা দিনরাত এক করে চেষ্টা করছেন।দলে শিশু হাতি থাকায় তাদের সরাতে সমস্যা হচ্ছে।একাজে সবরকম সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দুপুরের পর থেকেই অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad