সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :- পাণ্ডবেশ্বরের কেন্দ্রের গ্রামে এক গৃহবধূ মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। মৃত গৃহবধূর নাম রেনুকা বাধ্যকর বয়স আনুমানিক ২২ বছর ।বছর দুয়েক আগে রেণুকার বিয়েও হয় পাণ্ডবেশ্বরের রামনগরের বাসিন্দা সমীর বাদ্যকরের সঙ্গে ।
সমীর রামনগর এলাকাতেই একটা গাড়ির গ্যারেজে কাজ করত বলে জানা গেছে। তাদের এক বছরের একটি সন্তানও রয়েছে। মৃতার পরিবারের দাবি বেশ কিছুদিন ধরে তাঁদের মেয়ের উপর অত্যাচার চালাত তার শ্বশুরবাড়ির লোকজন । গতকাল সন্ধ্যায় যার ভয়ঙ্কর পরিণতি সামনে এসেছে ।
মৃতার দিদি রিনা বাধ্যকর জানান ,বুধবার তাদের কাছে খবর আসে যে রেনুকা অসুস্থ হাসপাতালে ভর্তি । কিন্তু মৃতার পরিবারের দাবি তাঁরা হাসপাতালে গিয়ে তাদের বোন রেণুকাকে দেখতে পায়নি । পরে অন্য হাসপাতালে গিয়ে তারা তাদের বোনের মৃতদেহ দেখতে পান । মৃতা রেণুকার দিদি রিনা বাধ্যকর জানান তাদের বাড়ির লোকজন তাঁর বোনের শ্বশুরবাড়ি যাওয়া মাত্রই শ্বশুরবাড়ির লোকজন সকলেই গা ঢাকা দিয়েছে।
তাদের বোনকে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের ।এবং এই অভিযোগে দোষীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।রিনা দেবী জানান তাঁরা তাঁদের মৃত বোনকে যখন দেখেন যে তাঁর মুখের আঘাতের চিহ্ন রয়েছে, চুল এলোমেলো তাই তাদের সন্দেহ যে তাদের তাঁদের বোন রেণুকাকে নৃশংসভাবে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায় ।মৃতার পরিবারের লোকজন দোষীদের কঠিন শাস্তির দাবি করছেন।এবিষয়ে মৃতের পরিবার তার শশুড়বাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।