প্রসঙ্গত, গতকাল পাণ্ডবেশ্বরের কেন্দ্রের গ্রামে এক গৃহবধূ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম রেনুকা বাধ্যকর বয়স আনুমানিক ২২ বছর ।বছর দুয়েক আগে রেণুকার বিয়েও হয় পাণ্ডবেশ্বরের রামনগরের বাসিন্দা সমীর বাদ্যকরের সঙ্গে ।
সমীর রামনগর এলাকাতেই একটা গাড়ির গ্যারেজে কাজ করত বলে জানা গেছে। তাদের এক বছরের একটি সন্তানও রয়েছে। মৃতার পরিবারের দাবি বেশ কিছুদিন ধরে তাঁদের মেয়ের উপর অত্যাচার চালাত তার শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ ওঠে। মৃতার পরিবারের সদস্যেরা অভিযোগ তুলেছেন রেণুকা বাদ্যকর কে হত্যা করা হয়েছে।
মৃতার দিদি রিনা বাধ্যকর জানান , বুধবার মৃতার পরিবারের সদস্যরা রেণুকা বাদ্যকর কে হাসপাতালের ভর্তির খবর দেওয়া হলে মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়।
আরো পড়ুন:- পাণ্ডবেশ্বরে কেন্দ্রা গ্রামে গৃহবধূ মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়
তাদের বোনকে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের ।এবং এই অভিযোগে দোষীদের কঠিন শাস্তির দাবি জানান তারা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায় ।
মৃতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শশুড়বাড়ির ৪ জন কে গ্রেফতার করে এদিন। বৃহস্পতিবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে ৭দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালত মৃতা গৃহবধূর স্বামী সমীর বাদ্যকরের পাঁচ দিনের পুলিশ হেফাজত ও বাকি ৩ জনের ১৪ দিনের জেল হেফাজতের আদেশ দেন।