নীলেশ দাস, আসানসোল:- যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস কর্মী ও টোটো চালকের মধ্যে বচসা ও তার জেরেই মারধরের ঘটনা ঘটলো বার্নপুর বাস স্ট্যান্ডে। জানা গেছে বুধবার সকালে বার্নপুর বাস স্ট্যান্ডে যাত্রী তোমাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। যার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বার্নপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
বুধবার এদিন বার্নপুর বাসস্ট্যান্ডে যাত্রী তোলা নিয়ে বাস কর্মী ও টোটো চালকের মধ্যে বচসা শুরু হয়। আর তা থেকেই ঘটে হাতা হাতির মতো ঘটনা। এদিকে এঘটনার জেরে এক বাস কর্মীকে মারধরের অভিযোগ ওঠে এক টোটো চালকের বিরুদ্ধে।
এদিকে এঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বার্নপুর থানার পুলিশ। তারাই দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এই ঘটনায় যুক্ত টোটো চালককে ইতিমধ্যে আটক করেছে পুলিশ বলে সূত্রের খবর।
আরো পড়ুন:- রেশন কার্ড না পাওয়ায় গ্রাহকদের বিক্ষোভ আসানসোলের জেলা খাদ্য সরবরাহ দপ্তরে
অন্যদিকে আইএনটিটিইউসির নেতা রাজু আলাওয়ালিয়া বলেন,নির্দিষ্ট রুট না করার জন্যেই বারে বার ঝামেলা হয়,বিশেষ করে বড়ো বড়ো টোটো শোরুম খুলে দিয়েছে না দিয়েছে রুটের পারমিট বলে জানান তিনি।