নিজস্ব প্রতিনিধি:-ছট পূজো (Chhat Puja) উপলক্ষে লোক সমাগমের উপর নজরদারি রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে চারটি ওয়াচ-টাওয়ার (Watch Tower) করা হচ্ছে দামোদরের ছট ঘাটে (Damodar River Chhat Ghat)। পাশাপাশি পূজো চলাকালীন কেউ নদী গভীর জলে চলে না যান, সেই জন্য দামোদরের জলের মধ্য বাঁশের ব্যারিকেড তৈরী করা হবে বলে জানালেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পুলিশ সুপার কামনাশীষ সেন।
এদিন পুলিশ সুপার আরও বলেন, ছট পূজোয় (Chhat Pujo) দামোদরে প্রচুর ভক্তের ভির হয়, সে জন্য জানজট এড়াতে পার্কিং ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে। পাশেই জাতীয় সড়ক থাকায় নদীতে আসার সকল রাস্তায় যথেষ্ট পুলিশের ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানান তিনি।
সোমবার আসন্ন ছট পূজো উপলক্ষে বর্ধমান (Bardhaman) শহরের দামোদরের সদর ঘাট (Sadar Ghat) পরিদর্শনে পুলিশ সুপার ছাড়াও জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বর্ধমানের সদরঘাট এলাকার বিভিন্ন ঘাটের পরিকাঠামো ও নিরাপত্তার দিক ক্ষতিয়ে দেখেন তারা।
আরো পড়ুন:- ছট পুজো উপলক্ষে অজয় নদীর ঘাট পরিদর্শন করলেন ব্লক সভাপতি সুজিত মুখার্জি
পুলিশ আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান-দক্ষিনের বিধায়ক খোকন দাস (Bardhaman South MLA Khokon Das), সমাজসেবী রাসবিহারী হালদার সহ সদরঘাট ছট পূজো কমিটির সদস্যরা।