সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর :- আর কটা দিন পরই শিল্পাঞ্চলজুড়ে পালিত হবে ছট উৎসব (Chhat Puja)। আর এই ছট পূজাকে কেন্দ্র করে উন্মাদনা দেখবার মতো । ছট পুজোয় সব রকম প্রশাসনিক ব্যবস্থা ঠিকঠাক রাখতে তৎপর পুলিশ ।
সাথে সাথে শাসক দলের (TMC) নেতাকর্মীরাও ছট পুজোয় মানুষের সুবিধার্থে কাজে নেমে পড়েছেন। ছট পুজোর (Chhat Puja) জন্য ব্যবহৃত যেসব পুকুর এবং নদী ঘাটগুলি (Chhat Ghat) কাজে আসে সেই ঘাটগুলি সংস্কার এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে শাসক দলের (TMC) নেতাকর্মীরা ।
এমনটাই দেখা গেল সোমবার বেলা তিনটে নাগাদ পান্ডবেশ্বর (Pandabeswar) বিধানসভার দুর্গাপুর ফরিদপুর (Durgapur Faridpur) ব্লকের পান শিউলির অজয় নদের (Ajay River) ঘাটে দুর্গাপুর ফরিদপুর (Durgapur Faridpur) ব্লক সভাপতি সুজিত মুখার্জি (Sujit Mukherjee) পরিদর্শনে গেলেন। তার সাথে ছিলেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ও অন্যান্য নেতাকর্মীরা।
আরো পড়ুন:- নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩,পলাতক আরও ২
সুজিতবাবু জানান ছট পুজোয় মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার ব্যবস্থা করাই এখন প্রধান কাজ। তাই ছট পূজায় ব্যবহৃত ঘাটগুলির সংস্কার কাজ চলছে । ছট পূজায় পূজার সামগ্রী হিসাবে প্রধান সামগ্রী হলো কুলো ,এলাকার বেশ কিছু মহিলাকে কুলো বিতরণ করলেন ব্লক সভাপতি নিজের হাতে ।