Type Here to Get Search Results !

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২১ জেলা পর্যায়ের সেরা পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হল

নিজস্ব প্রতিনিধি:- বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২১ (BishwaBangla Sharad Samman 2021) জেলা পর্যায়ের সেরা পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হল  সোমবার। সেরা প্রথম তিনটি  পুজো হল- বড়শুল জাগরনী, শাঁকারিপুকুর সার্বজনীন, আলমগঞ্জ বারোয়ারী।  বিজয়ী ৩টি পুজো কমিটিকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে  ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।  

সেরা মণ্ডপ বিভাগে প্রথম তিনটি পুজো কমিটি হল- কাটোয়ার জাজিগ্রাম নবোদয় সংঘ,কেশবগঞ্জ বারোয়ারী, সবুজ সংঘ সার্বজনীন।  বিজয়ী ৩টি পুজো কমিটির দেওয়া হয় ৩০ হাজার টাকা করে।  

সেরা প্রতিমা বিভাগে তিনটি পুজো হলো- কালনা পুরাতন বাসস্ট্যাণ্ড পুরাতন ব্যবসায়ী সমিতি, গুসকরা যুব গোষ্ঠী,তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ। বিজয়ী ৩টি পুজো কমিটির প্রত্যেকে  ২০ হাজার টাকা করে, 

এবং  সেরা কোভিড সচেতনতা বিভাগে তিনটি সেরা পুজো কমিটি উদয়ন সার্বজনীন দুর্গাপুজো কমিটি, লাল্টু স্মৃতি সংঘ, পাল্লারোড পল্লীমঙ্গল সমিতিকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। 

আরো পড়ুন:- ছট পূজো উপলক্ষে বর্ধমানে দামোদরের সদর ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার 

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২১ জেলা পর্যায়ে মোট ১২ টি পুজো কমিটিকে এদিন পুরস্কৃত করা হল। এদিন পূর্ব বর্ধমান জেলাশাসকের মিটিং পুজো কমিটিগুলির হাতে পুরস্কারের অর্থ ও মোমেন্টো তুলে দেওয়া হয় জেলা প্রসাশনের পক্ষ থেকে। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,  বিধায়ক খোকন দাস, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশীষ সেন ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad