Type Here to Get Search Results !

সাউথ ইস্টার্ন রেলওয়েতে 1785 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ

South Eastern Railway Kharagpur Division Recruitment 2021: রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, সাউথ ইস্টার্ন রেলওয়ে (Railway Recruitment Cell South Eastern Railway (RRCSER)) খড়গপুর  ডিভিশন, খড়গপুর রেলওয়ার্কশপ, আদ্রা ডিভিশন, রাঁচি ডিভিশন, চক্রধরপুর ডিভিশন এবং সিনি রেলওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (South Eastern Railway Apprentice Recruitment 2021)। শিক্ষানবিশ আইন (Apprentice Act) 1961 এবং শিক্ষানবিশ রুল 1992 এর অনুসারে মোট 1785 টি শূন্য পদে এপ্রেন্টিস নিয়োগ করা হবে । 


এর মধ্যে খড়গপুর ডিভিশনে মোট শূন্যপদ 972 টি। মাধ্যমিক এবং ITI উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন ট্রেডে । আবেদন করতে হবে অনলাইনে । আবেদন শুরু হবে 15/11/2021 তারিখ থেকে । আবেদন করতে পারবেন 14/12/2021 তারিখ পর্যন্ত। South Eastern Railway Kharagpur Division Apprentice Recruitment 2021 বিস্তারিত নিচে আলোচনা করা হল।


Vacancy Details : শূন্য পদ :-

মোট শূন্যপদের সংখ্যা 1785 টি। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা শূন্যপদে সংরক্ষণ পাবেন। ট্রেড অনুযায়ী শূন্যপদ এবং শূন্য পদের সংরক্ষণ বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে অনুরোধ করা হচ্ছে ।

খড়গপুর ডিভিশন  শূন্যপদ :-             612

খড়গপুর রেলওয়ার্কশপ শূন্যপদ :-    360

আদ্রা ডিভিশন শূন্যপদ :-                    213

রাঁচি ডিভিশন শূন্যপদ :-                        80

চক্রধরপুর ডিভিশন শূন্যপদ :-           413

সিনি রেলওয়ার্কশপ শূন্যপদ :-           107


Eligibility Criteria: যোগ্যতা :-

প্রার্থীকে নূন্যতম 50% নম্বর সহ দশম শ্রেণি (10th) বা এর সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । সাথে NCVT / SCVT স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেডসার্টিফিকেট থাকতে হবে ৷

Age Limit : বয়সসীমা :-

01-01-2022 তারিখের বয়স হতে হবে 15 থেকে 24বছরের মধ্যে। SC / ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর , PWBD / EX-SERVICEMAN  প্রার্থীরা 10 বছর বয়সের উর্দ্ধসীমায় চার পাবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখুন। 

Selection Process: প্রার্থী বাছাই পদ্ধতি :-

প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতাই পাওয়া নম্বরের ভিত্তিতে । ট্রেনিং এর মেয়াদ এক বছর। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফি কেশন দেখতে অনুরোধ করা হচ্ছে ।

Stipend: স্টাইপেন্ড:-

সমস্ত প্রার্থীকে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 এবং অ্যাপ্রেন্টিস রুল 1992 নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে ৷ বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখুন। 

Application Fee : আবেদন ফি :-

আবেদন ফী দিতে হবে 100 টাকা । SC / ST / PWBD / Women প্রার্থীদের ফি দিতে হবেনা ৷ আবেদন ফী অনলাইনে ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / ইন্টারনেট ব্যাঙ্কিং / ই-ওয়ালেট এর মাধ্যমে জমা করতে পারবেন।

Application Process : আবেদন পদ্ধতি :-

অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://appr-recruit.co.in/ এর মাধ্যমে । আবেদন শুরু হবে 15/11/2021 তারিখ থেকে । আবেদন করতে পারবেন 14/12/2021 তারিখ পর্যন্ত।আরো বিশদে জানতে Railway Recruitment Cell South Eastern Railway Apprentice Recruitment 2021 official  Notification টি দেখুন। 

আরো পড়ুন:- কেন্দ্রীয় বিদ্যালয় শালবনিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ, বিস্তারিত দেখুন

RRCSER Apprentice Recruitment 2021:- 

Organization Name :- RRC South Eastern Railway 

Job Profile :-  Apprentice 

Vacancies :- 1785 

Online Application Starts :- 15/11/2021 

Last Date of Application  :- 14/12/2021 

Mode Of Application :- Online 

Official Website :- https://www.rrcser.co.in/

Official Notification :- CLICK HERE

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad