ওয়েবডেস্ক:- সারা দেশে করোনাভাইরাসের (Coronavirus) প্রভাব হ্রাসের পর, সরকার সারা দেশে স্বাভাবিক ট্রেন পরিষেবা (Train Service) সম্পূর্ণ স্বাভাবিক করার ঘোষণা করেছে। অর্থাৎ করোনা আসার আগেই দেশে চলাচলকারী ১৭০০ এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেন আবার চলতে শুরু করবে। এ জন্য সরকার CRIS-কে সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন করতে বলেছে।
রেল মন্ত্রকের (Ministry of Railways) তরফে জানানো হয়েছে, করোনাভাইরাসের কারণে যে ট্রেনগুলি কোভিড স্পেশাল, এক্সপ্রেস স্পেশাল বা হলিডে স্পেশাল হিসেবে চালানো হচ্ছে। তাদের পরিষেবা এখন নিয়মিত ট্রেনের মতো হবে। অর্থাৎ, এই সমস্ত ট্রেনগুলি তাদের পুরানো নিয়মিত নম্বর এবং সময় অনুসারে ট্র্যাকে চলবে। এর সঙ্গে আবারও প্রযোজ্য হবে করোনার আগের ট্রেনের ভাড়া। মন্ত্রণালয়ের এই আদেশের পর গত দেড় বছর থেকে বন্ধ থাকা প্রায় ১৭০০ সুপারফাস্ট (Superfast) ও এক্সপ্রেস ট্রেন (Mail Express Train) আবার চালু হবে। তবে, এই ট্রেনগুলিতে ভ্রমণকারীদের মাস্ক, সামাজিক দূরত্বের মতো করোনা প্রোটোকল অনুসরণ করতে হবে।
রেল পরিষেবা চালু হওয়া নিয়ে যাত্রীদের মনে একটি বড় প্রশ্ন হল, ভাড়া বৃদ্ধি হবে কিনা। তবে রেল মন্ত্রকের নির্দেশিকায় সাফ জানানো হয়েছে যে, আপাতত ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না। পুরনো ভাড়াতেই সমস্ত ট্রেন চলবে। ট্রেনের ভাড়া যেমন বাড়ানো হচ্ছে না, তেমনই আবার টিকিট বাতিল করলে সেই মূল্যও ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
আরো পড়ুন:- সাউথ ইস্টার্ন রেলওয়েতে 1785 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ
গত বছর করোনা মহামারী শুরু হওয়ার পর, ভারতীয় রেলওয়ে (Indian Railways) 25 মার্চ, 2020 থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করে দিয়েছিল। পরে ক্ষতিগ্রস্তদের বাড়ি পৌঁছে দিতে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করা হয়। দেশের বিভিন্ন স্থানে নতুন নম্বর, নতুন সময় ও নতুন ভাড়া নিয়ে এসব ট্রেন চালানো হয়। তবে ট্রেনের সংখ্যা কম থাকায় লোকজনকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। এরপর সরকার পরিস্থিতি খতিয়ে দেখে ট্রেন চলাচল স্বাভাবিক করার ঘোষণা করে ।