Type Here to Get Search Results !

কঠিন অধ্যবসায় ও দারিদ্রকে জয় করে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটের ভারতীয়-এ দলে সুযোগ পেলেন পূর্ব বর্ধমানের ভাতারের শ্রীলেখা রায়

নিজস্ব প্রতিনিধি:- কঠিন অধ্যবসায় ও দারিদ্রকে জয় করে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটের চ্যালেঞ্জার  ট্রফিতে ভারতীয়-A দলে সুযোগ পেলেন পূর্ব বর্ধমানের ভাতারের শ্রীলেখা রায়। শ্রীলেখা গ্রামে ফিরতেই খুশির হাওয়া এলাকা জুড়ে।

ভাতারের বড়বেলুন গ্রামের কিশোরী শ্রীলেখা রায়।  দরিদ্র পরিবারের মেয়েটির ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল। বছর আটেক আগে বাবা মারা যাওয়ায় শ্রীলেখাকে রাস্তার ধারে ঘুগনি বিক্রি করে সংসারের হাল ধরতে হয়। 

২০১৫ সাল থেকে শ্রীলেখা ক্রিকেট খেলা শুরু করেন।  যোগাযোগ করে ভাতার অগ্রগামী ক্রিকেট একাডেমিতে। ভাতার অগ্রগামী ক্রিকেট একাডেমির প্রশিক্ষক অনির্বাণ হাজরা, নীলকন্ঠ পাঁজা ও রাহুল আলমের প্রচেষ্টায় শ্রীলেখার পথচলা শুরু হয়। 

প্রথমে জেলাস্তরে সুযোগ পায় শ্রীলেখা। ভাতার অগ্রগামী ক্রিকেট একাডেমির প্রশিক্ষকরা শ্রীলেখার মাকে জানান তার মেয়ের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে ।  উন্নত জায়গায় প্রশিক্ষণ দিলে সে বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করবে। এরপর শ্রীলেখা কয়েক মাস দুর্গাপুরে প্রশিক্ষণ নিয়ে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন। এরপর একের পর এক সফলতা আসে তার ঝুলিতে । নিজের প্রতিভাকে মেলে ধরেন সকলের সামনে। 

শ্রীলেখা জানান, প্রথমে সি এ বি (CAB) লীগের হয়ে মিজোরামে ২০১৭ - ২০১৮ বর্ষে অনূর্ধ্ব ১৯ বাংলার হয়ে খেলার সুযোগ পায়। গত সেপ্টেম্বর মাসে অনূর্ধ্ব ১৯ বাংলার হয়ে পাঁচটি এক দিনের ম্যাচ খেলার সুযোগ পান। একটি ম্যাচে ৩০ বলে ২১ রান করে নট আউট ও ছয় ওভার বল করে একটি মেডেন  নিয়ে ৯ রান দিয়ে ২টি উইকেট সংগ্রহ করে নির্বাচকদের নজর কাড়ে  শ্রীলেখা । তারপরে শ্রীলেখা জানতে পারে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট চ্যালেঞ্জার ট্রফিতে ভারতের হয়ে তার নাম নির্বাচিত হয়েছে। আগামীতে ভারতের হয়ে খেলাই তার লক্ষ্য। 

শ্রীলেখার মা রেখা রায় জানান, কলকাতায় প্রথমে মদনমোহন তালা স্ট্রীট বিল্ডিং ওমেন্স ক্রিকেট ক্লাবের প্রশিক্ষক বিনীতা রায় মৌলিক ও মিন্টু মুখার্জির সহযোগিতা পেলেও প্রথমে কলকাতার থাকার ব্যবস্থা জোটেনি তাদের। 



অবশেষে স্থানীয় এক দিদির সহযোগিতায় একটি ছোট ঘরের মধ্যে মেয়েকে নিয়ে আশ্রয় পান তারা। কখনো না খেয়েই তাদেরকে দিন কাটাতে হয়। অবশেষে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে তাদের দু'বেলা অন্নের ব্যবস্থা হয়। 

আরো পড়ুন:- রেল পরিষেবা স্বাভাবিক করার ঘোষণা সরকারের

দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে শ্রীলেখা অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটের ভারতের এ দলের হয়ে চ্যালেঞ্জার ট্রফিতে সুযোগ পাওয়ায় গর্বিত শ্রীলেখার মা রেখা দেবী। আগামীদিনে তার মেয়েকে ভারতের জার্সিতে দেখতে চান মা রেখাদেবী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad