নিজস্ব প্রতিনিধি:- সরকারী সহায়ক মূল্যে ধান বিক্রি করার জন্য নাম নথিভুক্ত করাতে গিয়ে হয়রানির শিকার কৃষকরা। ক্ষুব্ধ কৃষকরা প্রতিবাদে বিক্ষোভ দেখালেন কৃষাণ মাণ্ডিতে। শুক্রবার পূর্ব বর্ধমানের ভাতারের কৃষাণ মাণ্ডিতে বিক্ষোভ দেখালেন এলাকার কৃষকরা।
শুক্রবার ভাতারের কৃষাণ মাণ্ডিতে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করার জন্য কৃষকদের নাম নথিভুক্ত করণের কাজ শুরু হয় । ভোর থেকে কয়েকশো কৃষক ভাতার কৃষাণ মাণ্ডিতে লাইন দেন। শুক্রবার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের কৃষকরা নাম নথিভুক্ত করন করতে হাজির ছিলেন।
আরোপড়ুন:-সাউথ ইস্টার্ন রেলওয়েতে 1785 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ
কৃষকদের অভিযোগ তারা ভাতার কৃষাণ মাণ্ডিতে নাম নথিভুক্ত করতে গিয়ে জানতে পারেন মাত্র ৫০ জন কৃষকদের নাম নথিভুক্ত করা হবে। এরপরই দপ্তরের সামনে কৃষকরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন।শেষে সংশ্লিষ্ট দফতর থেকে সকলকে রেজিস্ট্রেশন করানো সুযোগ দেওয়া হবে এই আশ্বাস পেয়ে বিক্ষোভ থেকে বিরত হন কৃষকরা।
দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক মলয়কৃষ্ণ রায় বলেন, প্রশাসনিক বৈঠকের পর আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ গাইডলাইন বেঁধে দেয়। সেইমতো আমরা নোটিশ টাঙ্গিয়ে দিয়েছি। যেখানে সর্বোচ্চ ৫০ জন চাষির নাম নথিভুক্তকরণ করা হবে।
আরো পড়ুন:- এবার থেকে আসানসোল জেলা হাসপাতালেই পাওয়া যাবে সিটি স্ক্যান পরিষেবা
বিক্ষোভের পর অবশ্য এই সিদ্ধান্ত বদলাতে হয় দপ্তরের আধিকারিকদের। সকলকে নাম নথিভুক্তকরণ করার সুযোগ দেওয়া হবে এবং একদিনে ৫০ জন কৃষকের ধান বিক্রির ডেট দেওয়া হবে। এই আশ্বাসের পরই বিক্ষোভ ওঠে।