শুভময় পাত্র,বীরভূম:- বীরভূমের দুবরাজপুর থানার গাঁড়া গ্রামে মঙ্গলবার বোমাবাজির ঘটনা ঘটলো। স্থানীয় সূত্রে জানা গেছে বীরভূমের দুবরাজপুর ব্লক এর আধিকারিকেরা ওই গ্রামে সার্ভে করতে যান, এবং সেই সার্ভে করাকে কেন্দ্র করে চলে বচসা, উত্তেজনা চরমে ওঠে, চলে বোমাবাজি, বেশ কিছুক্ষণ বোমাবাজি চলে গ্রামের ভিতর, এই ঘটনায় আহত হয়েছেন 6 জন।খবর পেয়ে দুবরাজপুর থানার ওসি সহ ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দুবরাজপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
বিজেপির অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই বোমাবাজির ঘটনা ঘটেছে । যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনার কথা অস্বীকার করেছে, তাদের অভিযোগ বিজেপির আশ্রিত দুষ্কৃতিরাই এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে গ্রামে । তাদের সমর্থকদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগও করেছে শাসক দল । বোমাবাজির ফলে গ্রামে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রীতিমতো থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে গ্রামে। গ্রামে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প।
এদিকে দুবরাজপুরে বোমাবাজির ঘটনায় গোষ্ঠী সংঘর্ষের কথা কার্যত স্বীকার করে নিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন যে দু-পক্ষের মধ্যে বোমাবাজি হয়েছে সে দু-পক্ষই তৃণমূল কংগ্রেসের, কিন্তু তাদের এই সংঘর্ষের সঙ্গে দলীয় কোনো বিবাদ নেই ।
একটি ফুটবল খেলার মাঠ এর দখল করাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটেছে, এমনটাই জানিয়েছেন অনুব্রত মণ্ডল। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান বিএলআরও দপ্তর থেকে জমি মাপর কাজ করতে গিয়েছিল, একপক্ষ বলে আমার, তো অন্য আর এক পক্ষ বলে আমার মাঠ।
এই নিয়ে শুরু হয় বচসা। আর সেই থেকেই সংঘর্ষ বোমাবাজির ঘটনা।এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, এ বিবাদ ন বছরের, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।