নিজস্ব প্রতিনিধি:- পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর।মঙ্গলবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের রেল ওভারব্রীজে। মৃত ব্যক্তির নাম সন্তোষ মিত্র (৪০)।তিনি বর্ধমানের বাজেপ্রতাপুর এলাকার বাসিন্দা। রাতে বাড়ি ফেরার সময় দশ চাকার একটি কন্টেইনারের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
রেল ব্রীজ থেকে কাটোয়ার দিকে যাওয়ার সময় বাইক আরোহী কন্টেইনারের ধাক্কায় চাকার তলায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়।দুর্ঘটনার পরই কন্টেনারের চালক পালিয়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ।
ক্রেন নিয়ে গিয়ে কন্টেনারের চাকার নিচ থেকে বাইক আরোহীর মৃতদেহ উদ্বার করে পুলিশ ।এর ফলে বেশকিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ব্রিজের উপর কোন লাইট জ্বলে না অন্ধকার হয়ে থাকে। বার বার পৌরসভায় জানানো হলেও এর কোন সুরাহা হয়নি।অবিলম্বে ওভার ব্রিজে আলোর দাবী জানান স্থানীয়রা।